শনিবার, ১২ জুন, ২০১০

তবু এসো

আজ না হয় এটুকুই থাক,
বিকেলের রোদ শাড়ীর আঁচলের
ছায়ায় থামুক অন্য কোন দিন।
ঘোলাটে তারার মত রাস্তার বাতিগুলো
জ্বলে ওঠার অপেক্ষায়, আরেক দিন
ব্যাকুল থাকুক ঝিঁঝিপোকা।
কলমির ডালের মত ঝুলতে থাকা
শেষ বাসটার হাতল, আজ অন্য
কারোর মুঠোয় খুঁজে নিক আয়ুরেখা।
তীব্র চাবুকের মত জ্বলতে থাকা পিচগুলো,
রথ আর রিক্সার ভীড় মিলিয়ে গিয়ে
শান্ত মেঠোপথ হয়ে যাওয়ার আগেই,
আজ না হয় তুমি চলেই যাও;
তবু এসো, কাল।

২টি মন্তব্য: