বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০০৯

মৃত্যু এখানে

মৃত্যু এখানে মাঝরাস্তায় হাঁটে;
প্রাতঃভ্রমনের নিয়মিত আয়োজনে
মৃত্যু এখানে বুটজুতো পরে ছোটে।
মৃত্যু এখানে শপিং মলের ভীড়ে
রঙীন ফতুয়া দরদাম করে কেনে;
মৃত্যু এখানে বারো টাকা ভাড়া পেলে
নিয়ে যাবে ঠিক অলিগলি চিনে চিনে।
মৃত্যু এখানে কলিং বেলের সুরে
পরিচিত কোন মুখ হয়ে ভেসে ওঠে;
মৃত্যু এখানে আধোঘুম জাগরনে
স্কুলের ব্যাগের বোঝা তুলে নেয় পিঠে।
মৃত্যু এখানে অফিস ফিরতি বাসে
ক্লান্ত লাইনে অপেক্ষমান ছায়া;
মৃত্যু এখানে দূরবাসী ছাত্রীর
চোখের জলে বাবার জন্য মায়া।

২টি মন্তব্য: